সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা একটা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ। সম্মানের সঙ্গে আমাদের তা অতিক্রম করতে হবে।
মঙ্গলবার বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর বিষয়ক উপকমিটির মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি সন্ত্রাস এবং ষড়যন্ত্র করছে। এতে কিছু বিদেশিদের হাতও আছে।
১৬ তারিখের পর নেতাকর্মীদের নির্বাচনের মাঠে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, সোশ্যাল নেটওয়ার্কে আমাদের উপস্থিতি একেবারে নগণ্য। প্রয়োজনে বাইরের দুই একজনকেও যুক্ত করতে হবে। এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে।
এ সময় জাতীয় নির্বাচন পরিচালনার জন্য আওয়ামী লীগের দপ্তর বিষয়ক উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।